ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

খেলা

ওপেনিংয়ে নাজমুল-সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
ওপেনিংয়ে নাজমুল-সৌম্য

অ্যালান ডোনাল্ডের ইঙ্গিতই সত্যি হলো। আজ শেষ ম্যাচেও বদল দেখা গেল ওপেনিং জুটিতে।

ওপেন করতে নেমেছেন নাজমুল হোসেন ও সৌম্য সরকার। আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করেছিলেন নাজমুল হোসেন।

নিজেদের প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমানকে ওপেনিংয়ে পাঠায় বাংলাদেশ। পরের ম্যাচে মিরাজের সঙ্গে ওপেন করেন নাজমুল।

আজ বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন আর এবাদত হোসেন। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাসকিন আহমেদ আর হাসান মাহমুদ। মানে অলরাউন্ডার সাইফউদ্দিনসহ আজ চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। আজও নেই মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।