ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পুরস্কার ঘোষণা করলো বিসিবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য পুরস্কার ঘোষণা করলো বিসিবি

আগামী ১৮ ডিসেম্বর শেষ হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ফাইনালে মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।

এই আসরের জন্য চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য কোনো প্রাইজমানি রাখা হয়নি। তবে রাখা হয়েছে ব্যক্তিগত পুরস্কার।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রিকেটারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন দলের প্রত্যেক ক্রিকেটারকে এক লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হবে। রানার্স-আপ দলের সকল ক্রিকেটারকে দেওয়া হবে ৭৫ হাজার টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে তিন লক্ষ টাকা। ফাইনালের সেরা ক্রিকেটার পাবে এক লক্ষ টাকা। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান ও বোলারকে এক লক্ষ করে টাকা দেওয়া হবে।

এছাড়া বিশেষ পারফরম্যান্সের জন্য চার জন ক্রিকেটারের সবাইকে এক লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
আরএআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।