ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মুজিববর্ষে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
মুজিববর্ষে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো রংপুর বিভাগীয় ক্যারম টুর্নামেন্ট-২০২০। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের তত্বাবধানে রংপুরে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের প্রায় ৫০জন খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টের শেষ দিনে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর এর জেলা প্রাশাসক, মো: আসিব আহসান। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। টুর্নামেন্টের সেরা খেলোয়ারদের নিয়ে ঢাকায় পরবর্তীতে বড় টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা প্রতিটি বিভাগে ক্যারম টুর্নামেন্ট করবো। সেখান থেকে খেলোয়াড় বাছাই করে ঢাকায় জাতীয় পর্যায়ের একটা টুর্নামেন্ট করার পরিকল্পনা আমাদের। ' 

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।