ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

যুব গেমস উপলক্ষে ময়মনসিংহে মশাল মিছিল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
যুব গেমস উপলক্ষে ময়মনসিংহে মশাল মিছিল  ময়মনসিংহে মশাল মিছিল 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ যুব গেমস উপলক্ষে মশাল মিছিল বের করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর টাউন হল থেকে মশাল মিছিল বের হয়।

পরে মশাল মিছিলটি সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।

দীর্ঘ এ মশাল মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান, ময়মনসিংহ পৌর মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।  

পরে নগরীর সার্কিট হাউজ মাঠে যুব গেমসের উদ্বোধন করা হয়। এদিন কাবাডি প্রতিযোগিতার মধ্যে দিয়ে এ গেমসের শুভ সূচনা হয়েছে।  

জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালেও একই মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই মাঠে একই সময়ে বুধবার (২০ ডিসেম্বর) অ্যাথলেটিকস ও কারাত প্রতিযোগিতা, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ও শুক্রবার (২২ ডিসেম্বর) স্থানীয় রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফুটবল, একই দিন সকালে সুমইপিং পুলে সাতার ও বিকেলে সার্কিট হাউজ জিমনেশিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।