ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজেএমসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজেএমসি

ঢাকা: বাংলাদেশ আনসারকে ২৭-৯ গোলে বিধ্বস্ত করে এক্সিম ব্যাংক ২৭তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বিজেএমসি।

এর আগে বুধবার (১১ জানুয়ারি) দুপুরে শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে প্রথমার্ধে ১২-৪ গোলে এগিয়ে ছিল বিজেএমসি।

দ্বিতীয়ার্ধেও এমন দাপট অব্যাহত রেখে আরও ১৫টি গোল তুলে নেয় বিজেএমসির অদম্য প্রমীলা হ্যান্ডবল দল।

পক্ষান্তরে বাংলাদেশ আনসার দলের প্রমীলারা থলিতে পুড়েন ৫টি গোল।

বিজয়ী দলের পক্ষে সুমি বেগম ও ফাল্গুনি বিশ্বাস ছয়টি করে ও শিল্পি বেগম করেন পাঁচ গোল। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের শিল্পি বেগম।

তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশ পুলিশ দল ৩০-১১ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-৮ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সাবিনা ১৪টি এবং সাইদা করেন ১০ গোল।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এম.পি।

ফেডারেশনের সভাপতি এ. কে. এম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা, ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানকোহিনুর, সহ সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সম্পাদক মোহাম্মাদ সালাউদ্দিন আহম্মেদ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১১ জানুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।