ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হলো জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
শুরু হলো জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ/ছবি: সংগৃহীত

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ২৭তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৩-০৪ গোলে চূয়াডাঙ্গা জেলাকে পরাজিত করে।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মোহাম্মদ নাসিম, এম.পি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি জনাব এ. কে. এম. নূরুল ফজল বুলবুল, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান কামরুননাহার ডানা, সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, সাংগঠনিক কমিটির সম্পাদক জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহাম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।

 

চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ১৫টি দল। আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ০৭ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।