ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কিরগিজস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
কিরগিজস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ কিরগিজস্তান-বাংলাদেশ ম্যাচের একটি দৃশ্য/ছবি: সংগৃহীত

জিতলেই বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথম চার সেট ২-২ এ সমতা থাকায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে।

ঢাকা: জিতলেই বঙ্গবন্ধু সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথম চার সেট ২-২ এ সমতা থাকায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে।

শেষ সেট ১৫-১৩ পয়েন্টে হেরে গেলে কিরগিজস্তানের কাছে ৩-২ সেটে ম্যাচ হারে স্বাগতিক বাংলাদেশ।

রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম সেট ২৫-২০ পয়েন্টে জিতে নেয় কিরগিজস্তান। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫-২৩ পয়েন্টে সেট জিতে ১-১ এ সমতা আনে সাইদ আল জাবিরের দল।  

একই ব্যবধানে তৃতীয় সেট জিতে আবারো লিড (২-১) নেয় কিরগিজরা। সমান ব্যবধানে (২৫-২৩) চতুর্থ সেট জিতে আবারও সময়তায় (২-২) ফেরে বাংলাদেশ শিবির।

জয়ের আশা জাগিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই পয়েন্টের (১৫-১৩) ব্যবধানে তৃতীয় সেট হেরে যায় বাংলাদেশ। আগামীকাল শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। এ ম্যাচে জয় পেলে ফাইনালের আশা টিকে থাকবে স্বাগতিক দলের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে ফাইনালের পথে হাঁটে লাল-সবুজের দল। টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে হার দেখলো বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।