ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
শেষ ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৫ সালের শেষ লা লিগা ম্যাচে সার্জিও রামোসের খেলা নিয়ে জোরালো সংশয় রয়েছে। এমনটি হলে দলীয় অধিনায়ককে ছাড়াই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে গ্যালাকটিকোরা।



বুধবার (৩০ ডিসেম্বর) ঘরের মাঠে সোসিয়েদাদের মুখোমুখি হবে রিয়াল। বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। উল্লেখ্য, নিজেদের সর্বশেষ লিগ ম্যাচে রায়ো ভায়োকানোকে ১০-২ গোলে উড়িয়ে দেন রোনালদো-বেল-বেনজেমারা।

সোমবার (২৮ ডিসেম্বর) সোসিয়েদাদ ম্যাচ সামনে রেখে অনুশীলনে সতীর্থরা চূড়ান্ত প্রস্তুতি নিলেও ইনডোর জিমে সময় কাটান রামোস। এতেই তার ফিটনেস ঘাটতি নিয়ে শঙ্কা দেখা দেয়।

শেষ পর্যন্ত রামোস ছিটকে গেলে তার পরিবর্তে রিয়ালের সেন্টার ব্যাক সামলাবেন ইনজুরি কাটিয়ে ওঠা রাফায়েল ভারান। ইতোমধ্যেই দলের সঙ্গে অনুশীলন করেছেন ফ্রেঞ্চ ডিফেন্ডার। অন্যদিকে, রাইট ব্যাক ড্যানি কারভাজালও অনুশীলনে ফিরেছেন।

প্রসঙ্গত, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে রিয়াল (৩৩)। সমান ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। অবশ্য, সমান পয়েন্টে এক ম্যাচ কম খেলা বার্সার সামনে এখন শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ।

ভিন্ন ম্যাচে বুধবার রাত সোয়া ১১টায় স্বাগতিক রায়ো ভায়োকানোর মুখোমুখি হবে অ্যাতলেতিকো। আর ন্যু ক্যাম্পে জয় দিয়ে বছর শেষ করার প্রত্যাশায় বার্সার প্রতিপক্ষ রিয়াল বেটিস (ম্যাচ শুরু দিবাগত রাত দেড়টায়)।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।