ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বরাবরই রোনালদিনহোর প্রতি ‍কৃতজ্ঞ মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বরাবরই রোনালদিনহোর প্রতি ‍কৃতজ্ঞ মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৮ সালে বার্সেলোনা ছেড়ে এসি মিলানে পাড়ি দেন রোনালদিনহো। তবে কাতালান ক্লাবটি ছাড়ার আগে মেসিকে দলের আইকনিক ১০ নম্বর জার্সিটি নিতে বলেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার, এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।



রোনালদিনহো ২০০৩ সালে বার্সা যোগ দেন। আর দলে আসার কিছুদিন পরেই তার ভাগ্যে জড়ায় আইকনিক জার্সিটি। আর্জেন্টাইন সাবেক অধিনায়ক হুয়ান রোমান রিকুয়েলমে ভিয়ারিয়ালে ধারে চলে গেলে রোনালদিনহো ১০ নম্বর জার্সিটি পান।

প্রায় ছয় বছর পর বার্সা ছাড়েন রোনালদিনহো। ক্লাবটির হয়ে ২০০ ম্যাচে প্রায় ১০০টি গোল করেন মধ্যমাঠে খেলা এ তারকা। বার্সা টিভির এক সাক্ষাতকারে মেসি জানান, সে (রোনালদিনহো) ক্লাব ছাড়ার এক মাস আগে ১০ নম্বর জার্সিটি দিয়েছিল।

মেসি বলেন, ‘ক্লাব ছাড়ার কয়েক মাস আগে সে খুব চিন্তিত ছিলো। আর চলে যাওয়ার এক মাস আগে সে আমাকে জার্সিটি দেয়। তখন আমি জার্সিটি না দেখেই নেই। যদি অামি জানতাম তবে অবশ্যই নিতাম না। ’

রোনালদিনহোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করে মেসি আরও বলেন, ‘আমি যখন বার্সার ‘বি’ দলে ছিলাম, তখন মূল দলের সবাই আমাকে ড্রেসিং রুমে স্বাগতম জানাতো। তবে রোনালদিনহোই আমাকে মূল দলে আসার ব্যাপারে স্বাগতম জানিয়েছিল। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।