ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ম্যানসিটি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ম্যানসিটি-আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে রাতের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে জায়ান্ট দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। এ ম্যাচটি যে দলই জিতবে তারাই লিগ টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসবে।

কারণ শীর্ষে থাকা অখ্যাত ক্লাব লিচেস্টার সিটি ৩৮ পয়েন্ট নিয়ে বেশ ওপরের দিকেই রয়েছে।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যানসিটিকে আতিথিয়েতা জানাবে আর্সেনাল। সোমবার মধ্যরাতে বাংলাদেশ সময় দুইটায় ম্যাচটি শুরু হবে।

১৬ ম্যাচে গানারদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। আর সমান ম্যাচে সিটিজেনরা এক পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে রয়েছে।

এ ম্যাচে নামার আগে ভালো খবর শুনতে পারে দু’দলই। কারণ গোড়ালির ইনজুরি কাটিয়ে সিটির দলে ফিরতে পারেন দলের সেরা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সেই সঙ্গে আর্সেনাল দলে ফিরতে পারেন তারকা ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ।

এবারের ইংলিশ লিগে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ভরাডুবির পর মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আর্সেন ওয়েঙ্গার ও ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের মাঝে। যদিও চমক দেখিয়ে শীর্ষে রয়েছে লিচেস্টার। চেলসির বাজে পারফরম্যান্সের কারণে চাকরি সম্প্রতি হারাতে হয়েছে কোচ হোসে মরিনহোকে। অন্যদিকে শঙ্কায় রয়েছেন রেড ডেভিলস কোচ লুইস ফন গালও।

ম্যানসিটির বিপক্ষে অবশ্য আর্সেনালের ঘরের মাঠে সুখস্মৃতি দারুণ। এমিরেটসে সিটিজেনদের বিপক্ষে ১৮ খেলায় হেরেছে মাত্র একটিতে। পেলেগ্রিনির শিষ্যরাও আর্সেনালের বিপক্ষে কখনোই ভালো খেলতে পারেনি। দলটি আর্সেনালের বিপক্ষে তাদের ক্লাব ইতিহাসে সর্বোচ্চ ২২বার হেরেছে। যে কোন দলের বিপক্ষে সিটির এটিই বাজে ফলাফল।

আর্সেনাল নিজেদের সর্বশেষ পাঁচ খেলায় ‍অবশ্য কোন ম্যাচেই হারেনি। চার জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে। অন্যদিকে ম্যানসিটি চার জয়ের বিপরীতে হেরেছে একটিতে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের সাক্ষাতে আর্সেনাল জিতেছে দুটিতে আর ম্যানসিটি জিতেছে একটিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ২১ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।