ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জুনিয়র রোনালদো আর মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

ঢাকা: ফিফা ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র রোনালদো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির দারুণ ভক্ত। জুরিখের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মেসির সঙ্গে দেখাও করেন জুনিয়র রোনালদো।



সান্তিয়াগো বার্নব্যুতে প্রায়ই বাবার খেলা দেখতে যায় রোনালদোর ছেলে। বাড়িতেও বাবার সঙ্গে মেতে উঠে ফুটবল নিয়ে। আর এ ব্যাপারগুলো বেশ উপভোগ করেন রিয়াল তারকা রোনালদো। পুরস্কার নেওয়ার পর রোনালদো জানিয়েছেন, একদিন আমিও এ পুরস্কারটি দিতে চাইবো আমার ছেলেকে। আমি চাই সেও আমার মতো ব্যালন ডি অর জিতুক।

রোনালদোর নাম ঘোষণার পর মঞ্চে উঠে রোনালদো তার সংক্ষিপ্ত ভাষণ শেষে মঞ্চে ডেকে নেন ছেলেকে।

তবে, এর আগে মেসিকে দেখে বাবার সাথে বসে থাকা জুনিয়র রোনালদো এগিয়ে যায়। মেসির পাশে গিয়ে দাঁড়ালে আর্জেন্টাইন অধিনায়ক তার মাথায় হাত বুলিয়ে দেন এবং রোনালদোর ছেলের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় রোনালদো মেসিকে বলেন, আমার ছেলে আপনার সব খেলার ভিডিও দেখে আর আমাকে আপনার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে। মেসিও রোনালদোকে মজা করে বলেন, সে সময় নিশ্চয়ই আপনি লজ্জায় পড়ে যান?

জুনিয়র রোনালদো আর মেসির সেই ভিডিও:

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।