ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বসুন্ধরা ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাজমুল-মামুনুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
বসুন্ধরা ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাজমুল-মামুনুর ছবি :জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা গ্রুপ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৪-এর চ্যাম্পিয়ন হয়েছেন নাজমুল আলম ও মামুনুর রশিদ জুটি।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে তরিকুল ইসলাম চৌধুরী ও ইমরুল হাসান ‍জুটিকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তারা।



টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছেন মাসুদুর রহমান মান্না ও নাসির উদ্দিন ভূইয়া জুটি।
 
দৈনিক কালের কণ্ঠের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী উপস্থিত থেকে ব্যাডমিন্টন খেলা উপভোগ করেন। এছাড়া, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।