ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ময়মনসিংহ জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ময়মনসিংহ জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের জয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে জয়ের ধারা অব্যাহত রেখেছে রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাব।

শহরের সার্কিট হাউজ মাঠে শনিবার দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ১০ উইকেটে হারিয়েছে নওমহল ইয়ুথ ক্লাবকে।



এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাব। আনাস ও লাবলুর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে নির্ধারিত ২০ ওভারের ম্যাচে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় নওমহল ইয়ুথ ক্লাবের ইনিংস।

নওমহল ইয়ুথ ক্লাবের পক্ষে শাকিল সর্বোচ্চ ১৪ রান সংগ্রহ করেন।   আনাস ৪, লাবলু ৩ ও উত্তম ঘোষ ২টি উইকেট নেন।

৪২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২ ওভার ৪ বলেই জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায় রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাব। শরীফ ২৫ ও ফরিদ ১২ রান করে দলকে জয়ের নোঙরে পৌঁছান।

রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ বলেন, আমরা এবার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের শিরোপা নিজেদের গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে আমরা চ্যাম্পিয়ন টিম গড়েছি। জয়ের ধারা অব্যাহত রাখার জন্য তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।