ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসিরা জয় না পেলে বরখাস্ত হবেন এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
মেসিরা জয় না পেলে বরখাস্ত হবেন এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউ এবারে বরখাস্ত করতে চলেছেন বার্সার কোচ লুইস এনরিককে। আর এমনটাই তিনি কাতালানদের প্রাণভোমরা আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসিকে জানিয়েছেন।



বছরের শুরুতে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে এনরিক প্রথমার্ধে মাঠে নামাননি। প্রথমার্ধের দ্বিতীয় মিনিটেই জরদি আলবার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি এনরিকের ছাত্ররা। এটি নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হয় ফুটবল বিশ্বে।

তবে, মেসি-এনরিক দ্বন্দ্বের মাঝেও কোপা দেল রে’র ম্যাচে এলচেকে হারিয়েছে মেসি, নেইমাররা। ম্যাচে ৫-০ গোলের জয় তুলে নিতে মেসি, সুয়ারেজ একটি করে গোল করলেও ব্রাজিল তারকা নেইমার দুটি গোল করেন।

এর আগেই বার্সার সমার্থক শব্দ হয়ে উঠা মেসিকে নিয়ে গুঞ্জন ওঠে ইংলিশ প্রিমিয়ারের দল চেলসিতে যোগ দিচ্ছেন তিনি। তার আগেই ক্লাবের পদ থেকে নিজে সরে দাঁড়ান কার্লোস পুয়োল।

বার্সা শিবিরে যখন এমন ঘটনা ঘটছে তখন নতুন করে মেসির সঙ্গে একান্ত বৈঠকে বসেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট বার্তেমিউ। তিনি মেসিকে বলেছেন, রোববারের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিততে না পারলে লুইস এনরিককে বরখাস্ত করা হবে।

এ সময় তিনি আরো জানান, এনরিকের উত্তরসূরি হিসেবে ফ্রাঙ্ক রিজকার্ডকে ক্লাবে নিয়ে আসবেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।