ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইংলিশ বর্ষসেরা রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ইংলিশ বর্ষসেরা রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ওয়েইন রুনি। এ নিয়ে সর্বোচ্চ তিনবার এই খেতাব অর্জন করেছেন ইংল্যান্ড দলপতি রুনি।

প্রতি বছর দর্শকদের ভোটের মাধ্যমে বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়।

ব্রাজিল বিশ্বকাপে জেরার্ডের নেতৃত্বে ইংলিশরা খুব বেশিদূর এগোতে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর স্টিভেন জেরার্ড অবসর নিলে অধিনায়কের দায়িত্ব পান রুনি। গত বছর তিনি দেশের হয়ে ১৩ ম্যাচ খেলে আটটি গোল করেছিলেন। এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রুনি।

বর্ষসেরার তালিকায় রুনির পরেই আছেন আর্সেনাল তারকা ড্যানি ওয়েলব্যাক এবং তৃতীয় স্থানে আছেন লিভারপুলের রাহিম স্টারলিং। এর আগে দু’বার করে বর্ষসে‍রা হয়েছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডের অন্যতম তারকা ফুটবলার ডেভিড বেকহাম ২০০৩ সালে একবারের জন্য বর্ষসেরা হয়েছিলেন।

উল্লেখ্য, রুনি ২৭ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা হয়েছেন। সাবেক ম্যানইউ তারকা ওয়েলব্যাক পেয়েছেন ১১ শতাংশ ভোট। আর স্টারলিং পেয়েছেন সাত শতাংশ ভোট।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।