ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

খেলা

প্রথমার্ধ শেষে পিছিয়ে শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
প্রথমার্ধ শেষে পিছিয়ে শেখ জামাল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে দক্ষিণ কোরিয়ার ক্লাব বুসান আইপার্ক। প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে আছে স্বাগতিকরা।



বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরুর মিনিটেই গোল করে এগিয়ে যায় অতিথিরা। প্রথম মিনিটের মাথায় লিড নেওয়া গোলটি করেন বুসান আইপার্কের কিম জিনগু। শেখ জামালের গোলরক্ষক হিমেলকে একা পেয়ে গোলবারের ডানপাশ দিয়ে গোলটি করেন তিনি।

লিড নেওয়ার তিন মিনিট পরেই আবারো গোল করে লিড দ্বিগুন করে বুসান আইপার্ক। ম্যাচের চতুর্থ মিনিটে আসে গোলটি।

undefined


এরপর ম্যাচে ফিরতে মরিয়া ধানমন্ডির ক্লাবটি গোল শোধ দিতে বেশ কিছু আক্রমণ চালায়। জামালকে ব্যবধান কমাতে সাহায্য করতে ম্যাচের ৩১তম মিনিটের মাথায় ল্যান্ডিংয়ের সুযোগ এসেছিল। কিন্তু অফসাইটের কারণে তিনি গোলটি আদায় করে নিতে পারেননি।

এরপর ৪০ মিনিটের মাথায় আবারো সুযোগ পেয়েছিল জামাল। কিংসকাপ জয়ীদের হয়ে দুর্বল শট নেওয়ায় গোলের মুখ দেখাতে ব্যর্থ হন ল্যান্ডিং। প্রথমার্ধের শেষ মিনিটে এমেকা বুসান আইপার্কের পেনাল্টি বক্সে বল পেয়েও শট নিতে ব্যর্থ হন।

ফলে, প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় শেখ জামাল।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।