ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

খেলা

শীর্ষ সাতে সানজিদা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
শীর্ষ সাতে সানজিদা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম ( ফাইল ফটো )

ঢাকা: এএফসি মহিলা ফুটবলারদের শীর্ষদের তালিকায় স্থান করে নিয়েছে ময়মনসিংহের কিশোরি ফুটবলার সানজিদা আক্তার। সম্প্রতি সেরাদের নিয়ে তালিকা প্রকাশ করেছে এএফসি।



আর সে তালিকায় শীর্ষ সাতে রয়েছেন বাংলাদেশের ক্ষুদে এ ফুটবলার।

গত অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। আর সেখানে সানজিদা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। দুর্দান্ত পারফর্ম করে চারটি গোল করে সবার নজর কাড়েন তিনি।

undefined


এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ থেকে এশিয়ার সেরা ১০ ফুটবলার বাছাই করে এএফসি। আর সেই তালিকায় নাম ওঠেছে বাংলাদেশের এ খেলোয়াড়ের।

বাফুফের মহিলা উইংয়ের ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের নারী ফুটবলের জন্য দারুণ খবর এটি। ’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।