ঢাকা: বক্সিংয়ে অলিম্পিক পদক পাওয়া ব্রিটিশ বক্সার আমির খান পরের সপ্তাহে পাকিস্তান সফরে যাবেন বলে জানিয়েছেন। আর যে কাজে যাবেন তাতে মৃত্যুর ভয় থাকলেও তিনি ভীত নন বলে জানিয়েছেন।
২৮ বছর বয়সী আমির খানের দাদার বাড়ি পাকিস্তানে। ১৯৬৩ সালে পাঞ্জাব ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান তার দাদা। বোল্টনের জন্ম নেওয়া আমির খানরা এরপর থেকে ইংল্যান্ডেই বসবাস করে চলেছেন।
কিন্তু সম্প্রতি ব্রিটিশ এ বক্সার ঠিক করেছেন, তিনি পাকিস্তানের পেশোয়ার যাবেন এবং সেখানে তালেবানদের হামলায় বিধ্বস্ত স্কুলটি সংস্কারে সাহায্য করবেন। ইতোমধ্যেই তিনি ৩০ হাজার পাউন্ড পাঠিয়ে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষের কাছে।

Amir_Khan_inner
এবারে তিনি নিজেই সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে, এতে করে তালেবানরা তাকে হুমকি দিতে পারে। কিন্তু তাতে ভয় পান না আমির খান। তিনি বলেছেন, ‘আমি ক্রিসমাস এবং নিউইয়ারের মাধামাঝি সময়ে পাকিস্তান সফরে যেতে চাই। এতে করে তালেবানরা আমাকে মেরে ফেলার হুমকি দিতে পারে। কিন্তু আমি তাতে মোটেই বিচলিত নই। ’
তিনি আরো বলেন, ‘আমি আমার এ সফর বাতিল করবো না। ভাবা যায়, কীভাবে স্কুলের ছোট ছোট বাচ্চাদের মেরেছে তালেবানরা? বাচ্চারা কী দোষ করেছিল? তালেবানরা নির্বোধ। নয়তো নিজেদের শিশুদের নিজেরা কীভাবে মেরে ফেলে? আমি পাকিস্তানে যাবোই। সেখানে গিয়ে নিহত বাচ্চাদের পরিবারের সঙ্গে দেখা করব। স্কুলটির সংস্কারে হাত দেব। ’
উল্লেখ্য, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারে সেনাবাহিনীর পরিচালিত স্কুলে তালেবানরা শিক্ষক-শিক্ষার্থীদের জিম্মি করে এলোপাতাড়ি গুলি করে ও বোমা ফাটায়। এতে করে শিশুসহ ১৪১ জন নিহত হন।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৪