ঢাকা: রিয়াল মাদ্রিদের হয়ে খেলা পর্তুগিজ তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর শহরে আরেক রোনালদোর আবির্ভাব ঘটেছে। তবে, সেই রোনালদো কোনো জীবন্ত রোনালদো নয়।
রোনালদোর শৈশব কেটেছে পর্তুগালের মাদেইরা শহরে। সান্তো অ্যান্তোনিওতে জন্ম নেওয়া ইউরোপ সেরা এ ফুটবলারের বেড়ে ওঠা মেদেইরাতে। সেখানে তিনি দারিদ্রদের কষাঘাতে জীবন অতিবাহিত করেন। লেখাপড়াও চালিয়ে যান এ শহরে। তবে, শিক্ষককে চেয়ার ছুঁড়ে মারায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল।
লেখাপড়ার পাঠ চুকানোর আগেই মাকে রাজি করিয়ে মাত্র ১৪ বছর বয়সে ফুটবলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন।
এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি রোনালদোকে। বিশ্বফুটবল এখন তাকে এক নামেই চিনে। আর তাই নিজ শহর এবার রোনালদোকে সম্মাননা জানাতে উন্মোচন করলো বিশাল আকৃতির একটি ভাস্কর্য।

undefined
পর্তুগালের মহাতারকা নিজেই নিজের ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। আবার সে ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে।
সেখানে তিনি লিখেছেন, ‘মাদেইরা আমার যে ভাস্কর্য উন্মোচন করেছে তার জন্য আমি অনেক গর্ব অনুভব করছি। আমার পরিবার আর মাদেইরার মানুষকে নিয়ে আমি বিশেষ মুহুর্তটি উপভোগ করেছি। সকলকে অনেক ধন্যবাদ আমাকে উষ্ণ অভ্যর্থনা প্রদানের জন্য। ’
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৪