ঢাকা: লা লিগার ম্যাচে সহজ জয় পেয়েছে স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ। প্রথমার্ধে পিছিয়ে থেকেও ৪-১ গোলের জয় নিয়ে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে পয়েন্ট টেবিলের তিনে থাকা দিয়েগো সিমিওনের শিষ্যরা মাঠ ছাড়ে।
বিলবাওয়ের ঘরের মাঠ সান ম্যামেস বারিয়ায় ম্যাচের প্রথমার্ধের ১৭তম মিনিটে পিছিয়ে পড়ে মাদ্রিদের দলটি। স্বাগতিক বিলবাওয়ের হয়ে লিড নেওয়া গোলটি করেন মাইকেল রিকো। সুসায়েতার অ্যাসিস্টে হেড করে গোলটি করেন রিকো।
প্রথমার্ধে ১-০ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় স্বাগতিক বিলবাও। তবে, দ্বিতীয়ার্ধের শুরুর মিনিটেই সমতায় ফেরে অ্যাতলেতিকো মাদ্রিদ। জুয়ানফ্রানের অ্যাসিস্টে সমতাসূচক গোলটি করেন অ্যান্তোনিও গ্রিজম্যান। দলের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৫৩তম মিনিটের মাথায়। পেনাল্টির সুযোগ নিয়ে দলের লিড নেওয়া গোলটি করেন রাউল গার্সিয়া।
এরপর ম্যাচের ৭৩ মিনিটে গাবির অ্যাসিস্টে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজম্যান। ফলে, অতিথি হিসেবে খেলতে নামা অ্যাতলেতিকো মাদ্রিদ ৩-১ গোলে এগিয়ে যায়। বিলবাওয়ের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন ২৩ বছর বয়সী ফরাসি উইঙ্গার গ্রিজম্যান।
ম্যাচের ৮১ মিনিটের মাথায় গার্সিয়ার অ্যাসিস্ট থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল সোসিয়াদেদের সাবেক এ ফরাসি তারকা। ফলে, ৪-১ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে অ্যাতলেতিকো মাদ্রিদ।
আর এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বর জায়গাটি ধরে রাখলো দিয়েগো সিমিওনের ছাত্ররা। ১৬ ম্যাচ খেলে ১১টি জয়, দুটি ড্র আর তিনটি হার নিয়ে তাদের অর্জন ৩৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। আর ১৬ ম্যাচ খেলে বার্সেলোনা রিয়ালের থেকে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৪