ঢাকা, বুধবার, ২৬ চৈত্র ১৪৩১, ০৯ এপ্রিল ২০২৫, ১০ শাওয়াল ১৪৪৬

খেলা

নাটককেও হার মানালো লিভারপুল-আর্সেনালের ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
নাটককেও হার মানালো লিভারপুল-আর্সেনালের ম্যাচ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে মাঠে নেমেছিল লিভারপুল। ব্রেন্ডন রজার্সের শিষ্যদের প্রতিপক্ষ হিসেবে আতিথ্য গ্রহণ করেছিল আরেক ফেভারিট ক্লাব আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।

চরম নাটকীয়তার এ ম্যাচে জয় পায়নি কোনো দলই।

ম্যাচের প্রথমার্ধেই দুই দল ১-১ গোলে সমতা রেখে বিরতিতে যায়। ম্যাচের প্রথম থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা গড়াতে থাকে। ম্যাচের ৩৫তম মিনিটে গোলের সুযোগ পেয়েছিল লিভারপুল। গোলবারের ডানপাশ দিয়ে বল নিয়ে আর্সেনালের শিবিরে আক্রমণ শানেন লিভারপুলের মারকোভিচ।

তবে, মারকোভিচের জোরালো শটটি রুখে দেন আর্সেনালের গোলরক্ষক সাজেসনি।

ম্যাচের ৪৫তম মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় লিভারপুল। জর্ডান হেন্ডারসনের বাড়ানো বলে কোউতিনহো গোলটি করেন। আর্সেনালের তিনজন ডিফেন্ডারের ফাঁক গলে গোলপোস্টের বামবারে লেগে বল জালে জড়িয়ে যায়।

এর দুই মিনিট পরেই ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৭ মিনিট) সমতায় ফেরে আর্সেনাল। সমতাসূচক গোলটি করেন ম্যাথিউ ডেবুচি। ফ্লামিনির তুলে দেওয়া বলে হেড করে লিভারপুলের জালে বল জড়িয়ে দেন ডেবুচি। ফলে, ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরে ম্যাচের ৬৩তম মিনিটে আর্সেনালের ডি বক্সে গোলবার লক্ষ্য করে হেড করেন জেরার্ড। কিন্তু বল গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়।

undefined


ম্যাচের ৬৪তম মিনিটে অলিভার জিরুর্ডের গোলে লিড নেয় আর্সেনাল। সান্তি কাজোরলা অ্যাসিস্টে ওয়ান টু ওয়ান পাস খেলে গোলটি করেন জিরুর্ড। ফলে, ২-১ গোলে এগিয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

গোল শোধ দিতে মরিয়া লিভারপুল এর পরেই ঝাঁপিয়ে পড়ে। ম্যাচে ফিরতে তারা একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পেতে ব্যর্থ হচ্ছিল। ম্যাচের ৮৬ মিনিটের মাথায় গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিল লিভারপুল। স্টারলিংয়ের তুলে দেওয়া বলে হেড করেছিলেন বরিনি। কিন্তু আর্সেনালের গোলরক্ষক সাজেসনি আবারো অসাধারণ দক্ষতায় দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আর্সেনালের কাজোরলাকে বুকে সরাসরি লাথি মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিভারপুলের বরিনি। এর দুই মিনিট পরেই জেরার্ডের ২৫ গজ দূর থেকে নেওয়া জোড়ালো গোলবারের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়। তার আগেই স্টারলিংয়ের শট রুখে দেন আর্সেনালের গোলরক্ষক।

তবে, যোগ করা অতিরিক্ত দশ মিনিটের সপ্তম মিনিটে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান মার্টিন স্কারতেল। অ্যাডাম লালানার তুলে মারা বলে হেড করে গোলটি করেন স্কারতেল। ম্যাচ শেষের কয়েক সেকেন্ড আগে আর্সেনালের কাজোরলা লিভারপুলের ডি বক্সে জায়গা করে নিয়ে গোলবারে শট নিলে তা রুখে দেন লিভারপুলের গোলরক্ষক জোনস। ফিরতি বলে শট নেওয়ার আগেই তা ক্লিয়ার করেন স্কারতেল।

ফলে, ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল-আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০০১৬ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।