ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর আর ওয়ানডে ম্যাচে দেখা যাবেনা পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে। বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি, নিজেই এমনটা জানিয়েছেন পাকিস্তানের ‘বুমবুম’ আফ্রিদি।
আফ্রিদি সঙ্গে এটিও জানিয়েছেন, ওয়ানডে ছেড়ে দিলেও টি-টোয়েন্টি ম্যাচ চালিয়ে যাবেন তিনি। তবে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার পর তিনি ক্রিকেটের ক্ষুদ্র এ ফরমেট থেকেও বিদায় নেবেন।
নিজের অবসর প্রসঙ্গে জানাতে গিয়ে ৩৫ বছর বয়সী আফ্রিদি বলেন, ‘সম্ভবত আমিই প্রথম পাকিস্তানি ক্রিকেটার যিনি সঠিক সময়ে নিজের অবসরের ঘোষণা দিতে যাচ্ছি। আমি এর আগেও দেখেছি অনেক বড় বড় ক্রিকেটাররা নিজেদের অবসরের সময় নির্বাচন করতে গিয়ে হিমশিম খেয়ে বসেন। সঠিক সময়ে তারা অবসর নিতে পারেন না। ’
৩৬৯টি ওয়ানডে ম্যাচ খেলা আফ্রিদি আরো যোগ করেন, ‘আমি স্বাভাবিকভাবে পাকিস্তান দলের ম্যানেজমেন্টকে আমার অবসরের বিষয়টি জানিয়েছে। তবে, এখনও ক্রিকেট বোর্ডের কাছে আমার সিদ্ধান্তের কথা জানাইনি। ’
পাকিস্তানের তারকা এ ক্রিকেটার ওয়ানডের ৩৬১ ইনিংসে রান করেছেন ৭৮৭০। যেখানে তিনি ২৬ বার অপরাজিত ছিলেন। ইনিংস সর্বোচ্চ ১২৪ রানের মালিক আফ্রিদি ১১৬.২৯ স্ট্রাইক রেটে ৬টি শতকের পাশাপাশি করেছেন ৩৮টি অর্ধশতক।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৪