ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

খেলা

হ্যাপিকে নিয়ে কোনো প্রশ্ন নয়

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
হ্যাপিকে নিয়ে কোনো প্রশ্ন নয় রুবেল হোসেন এবং নাজনীন আক্তার হ্যাপি

ঢাকা: হ্যাপি ঝড়ে বিধ্বস্ত হয়ে লোকচক্ষুর আড়ালেই চলে গিয়েছিলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। কোনো উপায়ই ছিল না তার সঙ্গে যোগাযোগের।

কিন্তু রোববার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন এই বির্তকিত পেসার।

২৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগ পর্বের খেলা। এজন্য লিজেন্ডস অব রূপগঞ্জের অনুশীলনে যোগ দিয়েছিলেন রুবেল হোসেন। এ সময় তার সঙ্গে অনুশীলন করেন সাকিব আল হাসান, শাহাদাত হোসেন রাজীব, মুমিনুল হক।

প্রায় ২ ঘণ্টার অনুশীলন শেষে বাইরে বেরিয়ে এসে ক্রিকেটীয় কথাবার্তা ছাড়া আর কিছুই বলতে চাননি রুবেল। অনেক অনুরোধে শেষ পর্যন্ত কথা বলতে রাজি হলেও দিলেন শর্ত, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। এ বিষয়ে কোনো কথাও বলতে পারবো না আমি। এ বিষয়ে যা বলার তা বলবেন আমার আইনজীবী। ’

রুবেলের দেওয়া শর্ত অনুসারেই জানতে চাওয়া হল তার বর্তমান অবস্থা সম্পর্কে।

রুবেল বলেন, ‘এখন আমার একটাই লক্ষ্য বিশ্বকাপ খেলা। প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমারও তেমনি। সুযোগ পেলে দেশের জন্য ভালো কিছু করে দেখাতে চাই। ’

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের পেস সহায়ক পিচে হচ্ছে এবারের বিশ্বকাপ। তাই দলে সুযোগ পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি, ‘সবকিছুই নির্ভর করছে নির্বাচকদের ওপর। আমি চেষ্টা করব সুপার লিগে ভালো কিছু করার, যাতে করে দলে জায়গাটা পাকাপোক্ত করতে পারি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পেসারদের গুরুত্ব অনেক বেশি। সেখানে পেসারদের ভূমিকা বেশি থাকবে। আমার বিশ্বাস সেভাবেই প্রস্তুতি নিতে পারব। ’

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।