ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
ওয়ালটন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিজয় দিবস আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা’ শুরু হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুইদিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন আর.বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন।

দাবা ফেডারেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জাহাঙ্গীর ইসলাম।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক মোরসালিন আহমেদ ও চেস প্লেয়ার অ্যাসোসিশেনের সভাপতি এনায়েত হোসেন।

এছাড়া দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য তৌহিদুর রহমান, মাসুদা বেগম ও লিয়াকত আলী খান উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।