ঢাকা: ২০১৪ সালটি স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। সদ্যই প্রথমবারের মতো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে গ্যালাকটিকোরা।
ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অানচেলত্তি জানিয়েছেন, রিয়ালের জন্য এ বছরটা সত্যিই অসাধারণ কেটেছে। এ মৌসুমে আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। এ বছরটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
অানচেলত্তি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা একটি অবিশ্বাস্য বছর পার করেছি। অামরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কারণ, এই মৌসুম এখনো শেষ হয়নি। আগামী বছর আমাদের আরো পরিশ্রম করতে হবে। ’
তিনি আরো বলেন, ‘আমি এই ক্লাবের দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরই রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেয়েছি। যেটি আমার জন্য খুবই চমৎকার বিষয়। ’
এই ইতালিয়ান কোচ সার্জিও রামোসের প্রশংসা করে বলেন, ‘রামোস এ বছরে দুর্দান্ত খেলেছে। সে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করেছে। প্রয়োজনের সময় দলের জন্য রামোস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ’
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘন্টা, ২১ ডিসেম্বর ২০১৪