ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

খেলা

রিয়ালের জন্য ২০১৪ অবিস্মরণীয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
রিয়ালের জন্য ২০১৪ অবিস্মরণীয় কার্লো অানচেলত্তি

ঢাকা: ২০১৪ সালটি স্প্যানিস জায়ান্ট রিয়াল মাদ্রিদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। সদ্যই প্রথমবারের মতো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে গ্যালাকটিকোরা।

এছাড়াও এ বছরই দশমবারের মতো চ্যাম্পিয়নস লিগ (লা ডেসিমা) জিতেছিল লস ব্লাঙ্কসরা। বর্তমানে তারা লা-লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে আছে।

ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অানচেলত্তি জানিয়েছেন, রিয়ালের জন্য এ বছরটা সত্যিই অসাধারণ কেটেছে। এ মৌসুমে আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। এ বছরটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

অানচেলত্তি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা একটি অবিশ্বাস্য বছর পার করেছি। অামরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই। কারণ, এই মৌসুম এখনো শেষ হয়নি। আগামী বছর আমাদের আরো পরিশ্রম করতে হবে। ’

তিনি আরো বলেন, ‘আমি এই ক্লাবের দায়িত্ব নেওয়ার পর প্রথম বছরই রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেয়েছি। যেটি আমার জন্য খুবই চমৎকার বিষয়। ’

এই ইতালিয়ান কোচ সার্জিও রামোসের প্রশংসা করে বলেন, ‘রামোস এ বছরে দুর্দান্ত খেলেছে। সে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করেছে। প্রয়োজনের সময় দলের জন্য রামোস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘন্টা, ২১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।