ঢাকা: আর্সেনালের হয়ে খেলা চিলির তারকা স্ট্রাইকার আলেক্সিস সানচেজের কপাল মন্দ। বান্ধবী লাইয়া গ্রাসির সঙ্গে এবার তার সম্পর্কের ফাটল ধরতে শুরু করেছে।
গত মৌসুমে বার্সেলোনা থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন সানচেজ। ক্লাবের হয়ে দারুণ পারফর্ম করে চলেছেন তিনি। কিন্তু ব্যক্তিগত জীবনে তার পারফরমেন্স মোটেই ভালো নয়।
নিজের বান্ধবীর অগোচরে চিলির আরেক সুপার মডেল কামিলা আন্দ্রাদেকে খুদে বার্তা ও ছবি পাঠিয়েছিলেন সানচেজ। আর সে বিষয়টি সংবাদ মাধ্যমে ফাঁস করেছেন আন্দ্রাদে। সুপার এ মডেলের সঙ্গে সানচেজ নাকি বিশ্বকাপের পরে নৈশভোজে অংশ নিতেও খুদে বার্তায় আমন্ত্রণ জানিয়েছিলেন।
আর এমন খবর ফাঁস হওয়ার পর গ্রাসি সানচেজের সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।
এমনকি সানচেজের সঙ্গে গ্রাসির ইন্সটাগ্রামে শেয়ার করা সব ছবিও মুছে ফেলেছেন গ্রাসি। তার ইন্সটাগ্রাম থেকেও সানচেজকে রিমুভ করে দিয়েছেন। ধারণা করা হচ্ছে সানচেজের এমন নারী কেলেঙ্কারীর ঘটনা জানার পর সানচেজকে আর বিশ্বাস করতে পারছেন না গ্রাসি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৪