ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

খেলা

ক্যাসিয়াস ছুঁলেন ৭০০তম ম্যাচের মাইলফলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, ডিসেম্বর ২১, ২০১৪
ক্যাসিয়াস ছুঁলেন ৭০০তম ম্যাচের মাইলফলক ছবি: সংগৃহীত

ঢাকা: ক্লাব বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার দল সান লোরেঞ্জকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মত এ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচের মধ্যে দিয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন গ্যালাকটিকোদের অধিনায়ক ইকার ক্যাসিয়াস।



এদিন ক্যাসিয়াস রিয়ালের হয়ে ৭০০তম ম্যাচ খেলার রেকর্ড গড়েন। তবে লস ব্লাঙ্কসদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় এ গোলরক্ষকের অবস্থান তৃতীয়।

এ তালিকায় ৭৪১ ম্যাচ খেলে প্রথমে আছেন দলটির কিংবদন্তি তারকা স্ট্রাইকার রাউল গঞ্জালেস। আর ৭০৯ ম্যাচ খেলে দ্বিতীয় অবস্থানে আছেন আরেক কিংবদন্তি ডিফেন্ডার ম্যানুয়েল সানচিস জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ২১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।