ঢাকা: নিজের ইন্সটাগ্রাম পেইজে বর্ণবাদ বিষয়ক ছবি পোস্ট করে বিতর্কিত হয়েছিলেন লিভারপুল স্ট্রাইকার মারিও বালোতেল্লি। এর শাস্তিস্বরুপ বালোতেল্লিকে এক ম্যাচে নিষেধাজ্ঞাসহ ৩২ হাজার ইউরো জরিমানা করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।
এ প্রসঙ্গে বালোতেল্লি বলেন, ‘আমি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে যে শাস্তি দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমি কোনো আপিল করব না। আমি আমার কৃতকাজের জন্য আমার ক্লাব সতীর্থ এবং সকল সমর্থকদের কাছে দু:খ প্রকাশ করছি। ’
এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বালোতেল্লি যে অপরাধ করেছে তা সামাজিক মিডিয়া আইনের পরিপন্থি। এটি ফুটবল অ্যাসোসিয়েশন আইনের ‘ই-৩(১)’ ধারাকে ব্যাহত করেছে। এই জন্যই তাকে শাস্তি পেতে হয়েছে। এছাড়াও তাকে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য শিক্ষা কোর্সে অংশ নিতে হবে।
বালোতেল্লি এই মৌসুমেই ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে লিভারপুলে নাম লিখিয়েছেন। তবে বাজে ফর্মের কারণে দলে অনিয়মিত হয়ে পড়েছেন সাবেক এই ম্যানচেস্টার সিটি তারকা। অলরেডসদের হয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে মাত্র দু’টি গোল করেছেন বালোতেল্লি। কিন্তু প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলেও এখনো গোলের খাতায় নাম লেখাতে পারেননি এই ইতালিয়ান। এতেই বোঝা যায় কতটা বাজে ফর্মে রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘন্টা, ১৯ ডিসেম্বর ২০১৪