ঢাকা: যুক্তরাষ্ট্রের তারকা স্প্রিন্টার টাইসন গে’র সাবেক কোচ জন ড্রামন্ডকে আট বছর নিষিদ্ধ করেছে আমেরিকার অ্যান্টি ডোপিং এজেন্সি। যুক্তরাষ্ট্র অ্যান্টি ডোপিং এজেন্সি বুধবার জানিয়েছে ড্রামন্ডের নিষেধাজ্ঞা ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
জন ড্রামন্ড সম্প্রতি আমেরিকার ট্রাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটস কাউন্সিলের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০০৭ সালে টাইসন গে’র কোচ হিসেবে নিযুক্ত ছিলেন।
শিষ্যদের শক্তিবর্ধক নিষিদ্ধ মাদক ব্যবহার করানোয় তাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয় বলে জানায় আমেরিকার অ্যান্টি ডোপিং এজেন্সি।
এই নিষেধাজ্ঞার ফলে ৪৬ বছর বয়সী সাবেক এ স্প্রিন্টার আমেরিকার ট্রাক অ্যান্ড ফিল্ড কিংবা অ্যাথলেটিকস ফেডারেশনস অনুমোদিত কোনো ইভেন্টে অংশ নিতে পারবেন না। এছাড়া তিনি কোচিংয়ে সংশ্লিষ্ট কোনো ক্রিড়াবিদকে অনুশীলন কিংবা পরামর্শ দিতেও পারবেন না।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৪