ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

খেলা

নেইমার ফুটবলের ‘বিস্ময় বালক’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
নেইমার ফুটবলের ‘বিস্ময় বালক’ সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস বর্তমান ব্রাজিল অধিনায়ক নেইমারকে ফুটবলের ‘বিস্ময় বালক’ বলে মনে করেন। তিনি মনে করেন, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি কিংবা পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী হিসেবে নেইমারও বিশ্ব ফুটবলে সেরা।



২২ বছর বয়সী নেইমার গত বিশ্বকাপের পর দলের অধিনায়কত্বের দায়িত্ব পান। আর দায়িত্ব কাঁধে নিয়েই দলকে একের পর এক জয় এনে দিয়েছেন। বিশ্বমঞ্চের পর নেইমারের সতীর্থরা তার দায়িত্বে ইকুয়েডর, কলম্বিয়া, আর্জেন্টিনা, জাপান, তুরস্ক আর অস্ট্রিয়াকে হারিয়েছে।

নেইমারই একমাত্র ব্রাজিল ফুটবলার যিনি এবারের ব্যালন ডি’অর পাওয়ার জন্য মনোনীত হয়েছিলেন ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায়।

রবার্তো কার্লোস বলেন, ‘নেইমার বিশ্বফুটবলের ‘বিস্ময় বালক’। ইউরোপিয়ান ফুটবলে গিয়ে সে নিজেকে দ্রুত মানিয়ে নিয়েছে। বার্সেলোনার হয়ে দ্বিতীয় মৌসুমেই সে নিজেকে সেরা প্রমাণ করেছে। এমনকি ব্রাজিলের জাতীয় দলেও সে তার পারফরমেন্স ধরে রেখেছে। ’

তিনি আরো যোগ করেন, ‘একটা বিষয় সত্যি যে মেসি এবং রোনালদো প্রতিদিনই তাদের খেলায় উন্নতি করছে। নেইমারও তাদের স্তরে যাবার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু খুব কাছে গিয়েও নেইমারকে ফিরে আসতে হচ্ছে। তাই আমার মনে হয় সেরা তিনজন ফুটবলারের মাঝে নেইমার একজন। ’

এদিকে, কার্লোস মনে করেন, এবারের ফিফা ব্যালন ডি’ অরের লড়াইয়ে মেসিকে টপকে রোনালদোই জিতবে পুরস্কারটি। যদিও জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের সঙ্গে রয়েছে মেসি এবং রোনালদোর নাম।

এ প্রসঙ্গে ৪১ বছর বয়সী কার্লোস বলেন, ‘মেসির চেয়ে আমি রোনালদোকে এগিয়ে রাখছি। কারণ রোনালদোই এখন বিশ্বসেরা। আমি মনে করি, মেসি অনেক ক্ষেত্রেই ভুল করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে রোনালদোর ভুলের সংখ্যা খুব অল্প। ’

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।