ঢাকা: কোপা দেল রে’র ম্যাচে এল হসপিটালেটের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে প্রথম লেগে ৩-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে জয় নিশ্চিত হয় বর্তমান লা-লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেটিকোর।
ঘরের মাঠ স্তেদিও ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে হসপিটালেটের বিপক্ষে মাঠে নামে অ্যাতলেটিকো। প্রথম লেগে তিন গোলে এগিয়ে থাকায় এ ম্যাচে বেশ নির্ভার থাকে দিয়েগো সিমিওনের শিষ্যরা। সিমিওন এ ম্যাচে দলের বেশির ভাগ তারকা ফুটবলারদের মাঠে নামাননি। কিন্তু হসপিটালেট দুর্বল প্রতিপক্ষ হলেও এ ম্যাচে বেশ আক্রমনাত্মক ফুটবল উপহার দেয়।
খেলা শুরুর ১৯ মিনিটের মাথায় স্বাগতিক অ্যাতলেটিকোর হয়ে গোলের সূচনা করেন মারিও মান্দজুকিচ। এক গোলের লিড নিয়েই খেলা গড়ায়। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে রুবেন অালকারেজের গোলে সমতায় ফেরে হসপিটালেট। তবে ৭৪ মিনিটের সময় কোকের অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন ক্রোয়েশিয়ান মান্দজুকিচ। ফলে ২-১ এ এগিয়ে যায় অ্যাতলেটিকো। তবে তারাও বেশিক্ষন লিড ধরে রাখতে পারেনি।
হসপিটালেটের হয়ে ৮৪ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোল করে সমতায় ফেরান আলকারেজ। এর পর ঘরের মাঠে জয় পেতে বেশ মরিয়া হয়ে উঠে অ্যাতলেটিকো। কিন্তু শেষ পর্যন্ত তারা গোল আদায় করতে পারেনি। ফলে ২-২ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিমিওনের শিষ্যদের।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘন্টা, ১৯ ডিসেম্বর ২০১৪