ঢাকা, শনিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

খেলা

শীর্ষে জার্মানি, দুইয়ে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
শীর্ষে জার্মানি, দুইয়ে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল ছবি: সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের পর জোয়াকিম লো’র শিষ্যরা এক নম্বর জায়গাটি যথারীতি ধরে রেখেছে।



র‌্যাংকিংয়ে শীর্ষ ২৩টি দেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জার্মানির পরেই রয়েছে বিশ্বকাপের রানার্সআপ দল লিওনেল মেসির আর্জেন্টিনা। এক নম্বরে থাকা জার্মানির অর্জিত পয়েন্ট ১৭২৫। আর ১৫৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে আর্জেন্টাইনরা।

অপরিবর্তিত রয়েছে তিন নম্বরে থাকা কলম্বিয়ার স্থানটি। ১৪৫০ রেটিং পয়েন্ট নিয়ে বেলজিয়ামের উপরে অবস্থান করছে কলম্বিয়ানরা। বেলজিয়ামের অর্জিত পয়েন্ট ১৪১৭। আর শীর্ষ পাঁচ নম্বরে রয়েছে ১৩৭৪ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস।

undefined


গত বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল রয়েছে টেবিলের ছয় নম্বরে। কার্লোস দুঙ্গার শিষ্যরা বিশ্বকাপের হতাশা কাটিয়ে উঠে বিশ্বমঞ্চের পরে সবক’টি খেলায় জিতেছে। তারপরও ১৩১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ ছয়ে তাদের অবস্থান। নেইমারের দলের পরের স্থানটি দখল করে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। পর্তুগিজদের অর্জিত পয়েন্ট ১১৬০।

এদিকে ১১৬০ রেটিং পয়েন্ট নিয়ে পর্তুগালের সঙ্গেই রয়েছে ফ্রান্স। নয় নম্বরে রয়েছে ১১৪২ পয়েন্ট পাওয়া স্পেন। আর দশম স্থানে রয়েছে লুইস সুয়ারেজের উরুগুয়ে।

জাপান অনূর্দ্ধ-২১ দলের বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ রয়েছে ১৬৫তম স্থানে। দুই ধাপ নিচে নেমেছে মামুনুল ইসলামের দল। বাংলাদেশের অর্জন ১০৩ রেটিং পয়েন্ট। আগের রেটিং পয়েন্ট ছিল ১১১।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।