ঢাকা: ‘সিরি আ’ লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস ও নাপোলি। ক্যাগলিয়ারিকে ৩-১ গোলে জুভেন্টাস এবং পারমাকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি।
ক্যাগলিয়ারির ঘরের মাঠ সান্ত’এলিয়াতে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আগের দুই ম্যাচে ফিওরেন্টিনা ও সাম্পদোরিয়ার বিপক্ষে ড্র করায় এই ম্যাচের প্রথম থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলে জুভিরা। তিন মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা ফুটবলার কার্লোস তেভেজের গোলে লিড নেয় জুভেন্টাস। এর পর ১৫ মিনিটের সময় প্যাট্রিক এভরার অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুন করেন আরতুরো ভিদাল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে জুভিরা।
দ্বিতীয়ার্ধের শূরু থেকে আরো আক্রমনাত্মক ফুটবল উপহার দেয় আন্দ্রেয়া পিরলো-তেভেজরা। পঞ্চাশ মিনিটের সময় ফার্নান্দো লরেন্তে গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। জবাবে ক্যাগলিয়ারির ফুটবলাররা মাত্র একটি গোল পরিশোধ করতে পারে। স্বাগতিকদের হয়ে ৬৫ মিনিটে একমাত্র গোলটি করেন লুকা রোসেট্টিনি। এর পর অার কোনো গোল না হওয়ায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ অ্যালেগ্রির শিষ্যরা।

undefined
অপর ম্যাচে ঘরের মাঠ সান পাওলোতে পারমার বিপক্ষে খেলতে নামে নাপোলি। এ ম্যাচে বলতে গেলে এককভাবে আধিপত্য করে নাপোলি। প্রতিপক্ষ পারমার ফুটবলাররা গোলপোস্টে একটি শটও নিতে পারেনি। পুরো ম্যাচজুড়েই বেশ দাপুটে ফুটবল উপহার দেয় স্বাগতিকরা। উনিশ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান ম্যাগিওর অ্যাসিস্ট থেকে স্বাগতিকদের হয়ে গোলের সূচনা করেন ডুভান জাপাটা।
ত্রিশ মিনিটের মাথায় নাপোলির হয়ে ব্যবধান দ্বিগুন করেন ড্রাইস মারটেন্স। এই গোলটি আসে পেনাল্টি থেকে। এর পর ব্যবধান বাড়ানোর জন্য আরো কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি নাপোলি স্ট্রাইকাররা। ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। সেই সঙ্গে চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরলো নাপোলি।
এদিকে এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে নাপোলি। ১৬ ম্যাচ শেষে সাত জয়, ছয় ড্র এবং তিই হারে ২৭ পয়েন্ট অর্জন করেছে নাপোলি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রোমা।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘন্টা, ১৯ ডিসেম্বর ২০১৪