ঢাকা: ইউরোপ সেরা ফুটবলার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে একটি যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। তবে, এখনো কোনো মামলা করতে পারেনি প্রতিষ্ঠানটি।
ফুটবলের পাশাপাশি রোনালদো তার ‘সিআর সেভেন’ নামক ব্রান্ড নিয়ে সমগ্র বিশ্বে পরিচিত। শার্ট, প্যান্ট, জুতা, মোজা আর অন্তর্বাস বিক্রি হচ্ছে রোনালদোর নিজস্ব এই ব্র্যান্ড নামটি দিয়ে।
সম্প্রতি ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে বাজারজাত করা হয়েছে। তবে, সেখানে এ নামে আগে থেকেই একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। তাই ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় রোনালদোর ‘সিআর সেভেন’ নামক ব্রান্ডের বিপক্ষে মামলা করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি।
কিন্তু মামলা থেকে রোনালদো বেঁচে যাচ্ছেন। কারণ, তিনি ফুটবলের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আর এ কারণে মামলার আগে আইনি কাগজপত্র রোনালদোর হাতে গিয়ে পৌঁছাচ্ছে না।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৪