ঢাকা, শনিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

খেলা

মেসিকে বিশ্বসেরা মানেন সিলভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
মেসিকে বিশ্বসেরা মানেন সিলভা ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার ডেভিড সিলভা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন। ইতিমধ্যেই মেসিকে নিজের স্বপ্নের দলে রেখেছেন সিলভা।

আগামী বছর চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হবে বার্সেলোনা ও ম্যানসিটি। সেই সুবাদে মেসির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন সিলভা।

সিলভা তার নিজের ওয়েবসাইটে জানিয়েছেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। যদিও এর অাগের সেরা ফুটবলারদের দেখার সুযোগ আমার হয়নি। এই স্প্যানিয়ার্ড আরো জানান, সেরা হওয়ার জন্য মেসির সব ধরণের গুণাবলীই রয়েছে। তার ফুটবল দক্ষতা সত্যিই অসাধারণ।

এর আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদোকে নিজের দেখা সেরা স্ট্রাইকার বলেছিলেন সিলভা। রোনালদো তার খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ইন্টার মিলানের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে খেলেছিলেন।

এদিকে সদ্য ঘোষিত সিলভার স্বপ্নের দলে মেসি ছাড়াও স্থান পেয়েছেন ইকার ক্যাসিয়াস, কাপু, রবার্তো কার্লোস, সার্জিও রামোস, কার্লোস পুয়োল, ক্লদি ম্যাকিলিলি, প্যাট্রিক ভিয়েরা, মাইকেল লডরাফ, লুইস ফিগো এবং রোনালদো।

উল্লখ্য যে, আগামী বছর ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে ম্যানসিটি ও বার্সার মধ্যকার চ্যাম্পিয়নস লিগের নক পর্বের খেলা অনুষ্ঠিত হবে। বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে। ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের খেলা হবে মার্চের ১৮ তারিখে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘন্টা, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।