ঢাকা: বুরুশিয়া ডর্টমুন্ডের জার্মান তারকা মিডফিল্ডার মার্কো রিউসকে বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে। গত তিন বছর যাবৎ লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর দায়ে তাকে ৫ লাখ ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ‘দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য রিউস পাঁচটি টিকেট কিনেছিলেন। তবে তার যে ড্রাইভিং লাইসেন্স নেই তা আমরা বুঝতে পারিনি। কিন্তু শেষ পর্যন্ত তার লাইসেন্স ছাড়াই গাড়ি চালানোর বিষয়টি নিশ্চিত হয় এবং আমরা বুঝতে পারি রিউস গত তিন বছর ধরে আজ পর্যন্ত লাইসেন্স ছাড়াই গাড়ি চালিয়ে যাচ্ছেন। ’
জার্মান ম্যাগাজিন ‘ফোকাস’ এ বর্ণিত হয়েছে, রিউস সম্ভবত আঠারো বছর বয়সে গাড়ি চালানো শিখেছিলেন। তবে এখন পর্যন্ত তিনি তার লাইসেন্স টেস্ট করাননি। লাইসেন্স ছাড়াই তিনি গাড়ি চালিয়ে যাচ্ছেন। এতদিন ধরে এটি পুলিশের দৃষ্টিগোচর হয়নি। ’
বর্তমানে রিউসের সাপ্তাহিক বেতন হচ্ছে ৬০ হাজার থেকে ৬৫ হাজার ইউরো। অর্থাৎ, তাকে যে পরিমান জরিমানা করা হয়েছে তা তার নয় সপ্তাহের বেতনের সমান।
এদিকে বুরুশিয়ার এই মিডফিল্ডারকে দলে ভেড়াতে বিশ্বের অনেক নামীদামী ক্লাব মুখিয়ে আছে। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাব রিউসকে দলে নিতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘন্টা, ১৮ ডিসেম্বর ২০১৪