ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২, ১৮ এপ্রিল ২০২৫, ১৯ শাওয়াল ১৪৪৬

খেলা

ম্যানইউতেই থাকতে চান ফ্যালকাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
ম্যানইউতেই থাকতে চান ফ্যালকাও রাদামেল ফ্যালকাও

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও জা‍নিয়েছেন, তিনি ম্যান ইউর হয়ে দীর্ঘ সময় ধরে খেলতে চান। এই মৌসুমেই ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে ৪৩.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এক বছরের ধারের চুক্তিতে রেড ডেভিলসদের হয়ে নাম লিখিয়েছিলেন ফ্যালকাও।



ম্যান ইউতে যোগ দেওয়ার পর থেকে এখনো আলো ছড়াতে পারেননি ফ্যালকাও। এই কলম্বিয়ান তারকা ফুটবলার রেড ডেভিলসদের হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন। যে কয়টা ম্যাচ খেলেছিলেন তার বেশিরভাগ ক্ষেত্রেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। বর্তমানে ফ্যালকাও নিজের ইনজুরি থেকে সেরে উঠার লড়াইয়ে আছেন। পুরোপুরি ফিট না হওয়ায় তিনি দলে অনিয়মিত হয়ে পড়েছেন।

ফ্যালকাও বলেন, ‘আমি এই শহরে খুব সুখে আছি এবং এ ক্লাবে খেলে আমি খুবই উপভোগ করছি। আমি সত্যিকার অর্থেই এই ক্লাবে থাকতে চাই। বর্তমানে আমি ইনজুরি সমস্যায় আছি। তবে অাশা করছি খুব শিগগিরিই তা কাটিয়ে উঠতে পারব এবং ক্লাবের হয়ে নিয়মিত খেলতে পারব। তবে দিনশেষে সিদ্ধান্তটা বোর্ডের হাতেই থাকবে। ’

২৮ বছর বয়সী এই ফুটবলার আরো বলেন, ‘সকল ফুটবলারই খেলতে চায়। কেউই সাইড বেঞ্চে বসে থাকতে চায় না। তবে দলের হয়ে যতটুকু খেলার সুযোগ পেয়েছি তা থেকে অামার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সামনে যখনই আমি খেলার সুযোগ পাব, সেরাটা দিয়ে কোচের আস্থা অর্জনের চেষ্টা করব। ’

এই কলম্বিয়ান ফুটবলার আরো বলেন, ‘আমি বর্তমানে প্রায় পুরোপুরি ফিট আছি। এখন কোচ যদি আমার উপর আস্থা রাখেন তাহলে পুরো সময় ধরে আমি খেলতে প্রস্তুত। আমি দলের হয়ে নিয়মিত খেলতে চাই এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘন্টা, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।