ঢাকা, শনিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

খেলা

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

৩-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
৩-০ গোলে পিছিয়ে বাংলাদেশ ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজয়ের মাসে স্বাগতিক হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলতে নেমেছে জাপান অনূর্দ্ধ-২১ দলের বিপক্ষে। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের মাথায় জাপানের হয়ে গোল করেন আসানো তাকুমা।

‍এরপর ম্যাচের ৭২ ও ৭৫ মিনিটের মাথায় জাপান আরো দুটি গোল করলে ৩-০ গোলে পিছিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

এর আগে প্রথমার্ধে ম্যাচের প্রথমে সংঘবদ্ধ আক্রমণ চালানোর চেষ্টা করে স্বাগতিকরা। তবে, ম্যাচের ১৬তম মিনিটে জাপান বাংলাদেশের শিবিরে আক্রমণ চালালে তা অসাধারণ দক্ষতায় রুখে দেন স্বাগতিক গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। প্রথম প্রচেষ্টায় বল ঠেকাতে ব্যর্থ হলেও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি বল ক্লিয়ার করেন। এর দুই মিনিট পরেই আবারো আক্রমণ চালায় জাপানের ১১ নম্বর জার্সি পরিহিত কুবো ইয়োয়া। তবে এবারো গোলরক্ষক লিটনের সফলতায় গোল আদায় করতে ব্যর্থ হয় জাপান।

undefined


এরপর নিজেদের মধ্যেই বলের দেওয়া-নেওয়া করতে থাকে জাপান। বাংলাদেশকে কিছুটা ডিফেন্সিভ খেলতে দেখা যায়।

ম্যাচের ৩৩তম মিনিটে সফরকারীরা বাংলাদেশের ডি বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি-কিকের সুযোগ পায়। তবে, হারাকাওয়া রিকির নেওয়া শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়।

খেলার ৩৯ মিনিটের মাথায় জাপানের কুবোর গোলবার লক্ষ্য করে নেওয়া জোড়ালো শটটি ঠেকিয়ে দিয়ে স্বাগতিকদের গোলের হাত থেকে রক্ষা করেন ইয়ামিন মুন্না। এর দুই মিনিট পরে আবারো বাংলাদেশের ডি বক্সে আক্রমণ শানে জাপান। ইয়ামানাকা রায়োসুকের নেওয়া শট এবারে অসাধারণ একটি হেড করে ক্লিয়ার করেন শেখ জামালের হয়ে খেলা ইয়াসিন খান।

প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৪ আপডেট: ১৮৫০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।