ঢাকা, শনিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১২ এপ্রিল ২০২৫, ১৩ শাওয়াল ১৪৪৬

খেলা

চেলসির হয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
চেলসির হয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন হ্যাজার্ড এডেন হ্যাজার্ড

ঢাকা: ইংলিশ ক্লাব চেলসির তারকা মিডফিল্ডার এডেন হ্যাজার্ড ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। এই চুক্তি সম্পাদিত হলে তিনি হবেন এই ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার।



হ্যাজার্ডের সঙ্গে চেলসির বর্তমান চুক্তি শেষ হবে ২০১৬ সালে। তবে ২৩ বছর বয়সী এই বেলজিয়ান ফুটবলারকে দলে ধরে রাখতে এই বছরের জুন মাস থেকে বেশ তোড়জোড় করে আসছিল ব্লুজরা। কারণ, হ্যাজার্ডকে দলে ভেড়াতে ইতোমধ্যেই ইউরোপের অনেক বড় বড় ক্লাব আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজির আগ্রহটা বেশি ছিল।

এদিকে হ্যাজার্ডের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি সম্পাদিত হলে তিনিই হবেন চেলসির ক্লাব ইতিহাসে সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার। এই চুক্তির মাধ্যমে হ্যাজার্ডের সাপ্তাহিক বেতন হবে দুই লাখ পাউন্ড। এতেই বোঝা যায় দলের অন্যতম সেরা এই ফুটবলারকে ধরে রাখতে কতটা ব্যাকুল চেলসি। নতুন চুক্তির মাধ্যমে ২০১৯ সাল পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে থাকবেন হ্যাজার্ড।

উল্লেখ্য যে, ২০১২ সালে ফ্রেঞ্চ ক্লাব লিলি থেকে ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন হ্যাজার্ড। ব্লুজদের হয়ে এ পর্যন্ত ৮৫ ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন এই বেলজিয়ান ফুটবলার।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘন্টা, ১৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।