ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

বৃথা গেল রাদারফোর্ড-মোতির লড়াই, সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বৃথা গেল রাদারফোর্ড-মোতির লড়াই, সিরিজ শ্রীলঙ্কার

লঙ্কান বোলারদের তোপে ৫৮ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এমন চাপের মুহূর্তেও দারুণ এক জুটি গড়েন শেরফান রাদারফোর্ড ও গুদাকেশ মোতি।

কিন্তু দিনশেষে বৃথা গেল তাদের লড়াই। ৫ উইকেটের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে দ্বিতীয় ওয়ানডেতেও বাধা দেয় বৃষ্টি। ৪৪ ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ১৮৯ রানে গুটিয়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩৪ বল হাতে রেখে সেই রান পেরিয়ে যায় শ্রীলঙ্কা।

তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের৷ ২৫ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট। এরপর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে সেই চাপ সামাল দেন ওপেনার নিশান মাদুশকা। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন তারা। কিন্তু দুজনেই সাজঘরে ফেরেন ৩৮ রান করে।  

বাকিটা পথ অবশ্য তেমন কোনো ঝামেলায় পড়তে হয়নি। একপ্রান্ত আগলে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক চারিথ আসালঙ্কা। ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। ক্যারিবিয়ানদের আলজারি জোসেফ দুটি, মোতি ও রোস্টন চেজ নেন একটি করে উইকেট।

এর আগে মাহিশ থিকশানা, আভিশকা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিংয়ের সামনে দাঁড়াতেই হিমশিম খাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। যার ফলে শতরান পেরোনোও মুশকিল মনে হচ্ছিল তাদের জন্য। কিন্তু মোতিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রাদারফোর্ড। দুজনের জুটি থেকে আসে ১১৯ রান। যা নবম উইকেটে ওয়েস্ট ইন্ডিজের জন্য সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৫ রানের জুটি গড়েন ইয়ানিক ক্যারিয়াহ ও আলজারি জোসেফ।

সেই ম্যাচের মতো এই ম্যাচেও জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৮২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮০ রানে আউট হন রাদারফোর্ড। তবে মোতি অপরাজিত থাকেন ৫০ রানে। লঙ্কানদের হয়ে চারটি উইকেট নেন হাসারাঙ্গা। ব্যাটিং ধসের শুরুটা অবশ্য করেন থিকশানা। ২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই স্পিনার। তিনটি শিকার করেন আভিশকাও।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।