ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

ফেনীতে প্রীতি ক্রিকেটে রিপোর্টার দল ৬ উইকেটে জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ফেনীতে প্রীতি ক্রিকেটে রিপোর্টার দল ৬ উইকেটে জয়ী

ফেনী: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীতে কর্মরত রিপোর্টারদের সঙ্গে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত খেলায় ৭ উইকেটে রিপোর্টার্স টিম জয়ী হয়েছে।

প্রীতি এ ক্রিকেটে ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ফটো জার্নালিস্ট দল। ১২ ওভারের ম্যাচে সব উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১০১ রান। জবাবে সজল, ওমর ফারুক ও আরিফের ব্যাটিং নৈপুণ্যে রিপোর্টার্স টিম আট ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিপোর্টার্স টিমের আতিয়ার হাওলাদার সজল। অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন।  

ক্রীড়া সংগঠক কফিল উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি এম. এমরান পাটোয়ারী।

এ সময় নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এই ধরনের খেলা বেশি বেশি আয়োজন করা দরকার। সাংবাদিকদের কাজের ফাঁকে ফাঁকে বিনোদনেরও দরকার আছে। সাংবাদিকদের ঐক্য দেখলে ভালো লাগে। এই ধরনের খেলায় আমার সহযোগিতার প্রয়োজন হলে ভবিষ্যতে আমি করব।

খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আজহারুল ইসলাম রকি ও নাইমুল আলম চৌধুরী সম্রাট, স্কোরারের দায়িত্বে ছিলেন তানভীর ইসলাম আবির।

রিপোর্টার্স দলে অংশ নেন- আরিফুর রহমান, মো. আতিয়ার হাওলাদার সজল, সমীর উদ্দিন, ওমর ফারুক, আবদুল্লাহ আল-মামুন, আরিফুল আমিন রিজভী, নজির আহমদ রতন, দিদারুল আলম, সোলায়মান হাজারী ডালিম, নুরুজ্জামান সুমন, আমজাদুর রহমান রুবেল, মো. মুহিব্বুল্লাহ ফরহাদ, বখতেয়ার ইসলাম মুন্না, জমির উদ্দিন বেগ, ওমর ফারুক ও রফিকুল ইসলাম।

ফটোজার্নালিস্ট দলে ছিলেন- মীর হোসেন রাসেল, মো. দুলাল তালুকদার, শেখ আশিকুন্নবী সজীব, জাহেদ হোসেন রনি, তোফায়েল আহমেদ নিলয়, মো. শাহজাহান বাদশা সাজু, আফতাব উদ্দিন, মোল্লা মো. ইলিয়াছ, মোজাম্মেল হক ভূঞা লিংকন, নাজিম উদ্দিন চৌধুরী, ইয়াছির আরাফাত রুবেল, নুরুল্লাহ কায়সার, নজরুল ইসলাম সোহাগ, হারুনুর রশীদ মৃধা, সুলতান মাহমুদ জয়।

প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সাংবাদিকদের এ খেলা দেখতে ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এসএইচডি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।