ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কিংসের বিদেশিদের নিয়ে ছক কষছে মাজিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
কিংসের বিদেশিদের নিয়ে ছক কষছে মাজিয়া

সর্বশেষ এএফসি কাপের ম্যাচে ঘরের মাঠ কিংস অ্যারেনায় ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা কিংসের হয়ে গোল করেছিলেন দুই ব্রাজিলিয়ান রবসন রবিনহো ও মিগেল ফেগুয়েরা। এই দুই ব্রাজিলিয়ানের গোলে ভারতের ক্লাবটিকে ২-১ গোলে হারায় বাংলাদেশি জয়ান্ট কিংস।

শুধু এ ম্যাচই নয়, গোটা আসরে কিংসের জয়ের পিছনে অবদান রাখছেন কোনো না কোনো বিদেশি খেলোয়াড়। তাই এ বিদেশিদের নিয়ে আটকানোর চিন্তা করছে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন।

ক্লাবটির ধারণা, কিংসের এই বিদেশি খেলোয়াড়দের আটকাতে পারলে হোম ম্যাচেও মতো অ্যাওয়ে ম্যাচেও জয় পাওয়া সম্ভব। শনিবার বিকেলে আর্মি পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন করেন মাজিয়ার খেলোয়াড়রা। সে সময় মাজিয়ার বসিনিয়ান কোচ মিলোমির শেসলিজা বলেন, ‘তাদের দুর্দান্ত কয়েকজন বিদেশি ফুটবলার আছে। যারা পার্থক্য গড়ে দিতে জানে। তাদের নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। মাঠে সেটা দেখতে পারবেন। ’

এদিকে জাতীয় দলের খেলা শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছে না বসুন্ধরা কিংসের ফুটবলারা। ক্লাব ফুটবলে ফিরে নেমে পড়তে হচ্ছে এএফসি কাপে। আগামী ২৭ নভেম্বর এশিয়ার ফুটবলে দ্বিতীয় মর্যাদাপূর্ণ আসর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। এই অ্যাওয়ে ম্যাচ খেলতে গতকাল রাতে ঢাকায় এসেছে মালদ্বীপ লিগের চ্যাম্পিয়ন দলটি।  

চলতি মৌসুমে এই মাজিয়া বিপক্ষে ম্যাচের দিয়ে এএফসি কাপ শুরু করেছিল বুসন্ধরা কিংস। অ্যাওয়ে ম্যাচে মালেতে মাজিয়ার বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল তারা। এবার ফিরতি লেগে হোম ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে কিংসের।  

এএফসি কাপে গ্রুপ ‘ডি’তে শীর্ষে র  রয়েছে কিংস।  চার ম্যাচ শেষে সমান ৭ পয়েন্ট বসুন্ধরার পরে রয়েছে ভারতের ক্লাব মোহনবাগান। তবে পরের রাউন্ডে যেতে হলে কিংসের পরে দুটি ম্যাচ  গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে মোহানবাগানের সঙ্গে হেড টু হেডে এগিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে কিংস। তবে ভারতের ক্লাবটির সঙ্গে বাংলাদেশের ক্লাবটির পয়েন্ট সমান।

উভয়ই পরের দুই ম্যাচ জিতলে হেড টু হেডে এগিয়ে থাকায় পরবর্তী রাউন্ডে খেলবে বসুন্ধরা কিংস। পরের পর্বে যেতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটিতে কিংসের জয় গুরুত্বপূর্ণ। এখন দেখার পালা কিংসে এই সুযোগটাকে কাজে লাগায় কি না।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।