ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

মিডিয়ায় কথা না বলার শর্তে কমছে রোমান সানার শাস্তি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
মিডিয়ায় কথা না বলার শর্তে কমছে রোমান সানার শাস্তি

গতবছর শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানা। নিষেধাজ্ঞার পর ফেডারেশনের কাছে ক্ষমা চেয়ে চিঠি দেন তিনি।

তার আপিলের প্রেক্ষিতে শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।  

প্রায় সাড়ে তিন মাস নিষেধাজ্ঞায় থাকার পর ফেরার সুযোগ পাচ্ছেন রোমান। আজ বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন জরুরি এক নির্বাহী সভায় রোমানের শাস্তি শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।  

ফেডারেশনের সভা শেষে সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘রোমানের অতীত পারফরম্যান্স ও ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করে সভায় তার শাস্তি শর্তসাপেক্ষে শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯ মার্চ থেকে সে অনাবাসিক অনুশীলনের সুযোগ এবং ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পাবে। ’ 

ট্রায়ালে যদি ভালো পারফরম্যান্স করেন তাহলে জাতীয় দলে প্রবেশাধিকার ও আন্তর্জাতিক অঙ্গনে রোমান দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে কি না এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘সে পর্যবেক্ষণে থাকবে। তার পারফরম্যান্স ও সামগ্রিক বিষয় নিয়ে আবার সভা হবে। তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ’ 

রোমান সানাকে ফেডারেশন থেকে কয়েকটি শর্ত দিয়ে চিঠি দেওয়া হবে। এর মধ্যে অন্যতম মিডিয়ায় কথা বলায় নিষেধাজ্ঞা। আরেকটি শর্ত রোমান সানা টঙ্গীস্থ আরচ্যারি ক্যাম্পে আবাসিকভাবে অবস্থান করতে পারবেন না। প্রয়োজনে শহীদ আহসান উল্লাহ মাস্টার আরচ্যারী স্টেডিয়ামের আশেপাশে বাসা ভাড়া করে দেবে ফেডারেশন। খেলোয়াড় হিসেবে প্রতিশ্রুতিশীল হওয়ায় রোমানের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চপল।  

বাংলাদেশ সময় : ১৮৪৯ ঘণ্টা, ৭ মার্চ, ২০২৩
এআর/এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।