ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশে ফিরছে ডেভিস কাপ!

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
বাংলাদেশে ফিরছে ডেভিস কাপ!

টেনিস ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে অচলাবস্থা কাটিয়ে নতুনভাবে কার্যক্রম শুরু করেছে নতুন কার্যনির্বাহী কমিটি। বেড়েছে ফেডারেশনের কার্যক্রম।

দেশে-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি দেশেও নিয়মিত টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে।

আজ (৮ জানুয়ারি) রোববার বিকেলে আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। আগামীকাল (৯ জানুয়ারি) থেকে শুরু হবে খেলা

উদ্বোধনী অনুষ্ঠানে টেনিস ফেডারেশনের নতুন সভাপতি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, টেনিসকে একটি ব্র্যান্ড হিসেবে দেশে প্রতিষ্ঠিত করতে চান তিনি।  

টেনিসেও দেশে একজন আইকন খেলোয়াড় তৈরি করতে চেয়ে তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশকে আমরা চিনি একজন টেনিস খেলোয়াড়ের মাধ্যমে। আমরা বাংলাদেশেও এ রকম একজন টেনিস খেলোয়াড় খুঁজছি। সেই একজন তৈরির জন্য আমরা কাজ করছি। ’

এক সময় বাংলাদেশে আন্তর্জাতিক টেনিসের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ডেভিস কাপ অনুষ্ঠিত হতো। মাঝে বেশ কয়েক বছর নানা জটিলতা ও সীমাবদ্ধতায় সেটি হয়নি। ফেডারেশনের নতুন সভাপতি ডেভিস কাপ করার আশ্বাস দিলেন, ‘আমরা অবশ্যই ডেভিস কাপ আয়োজন করব। সেটা আশা করি দ্রুতই পারব। ’ 

ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার চলতি বছরেই ডেভিস কাপ আয়োজন হতে পারে বলে জানান।

নতুন বছরের শুরুতেই আইটিএফ এশিয়া অ-১৪ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশসহ কম্বোডিয়া, লাওস, মায়ানমার, মঙ্গোলিয়া, নেপাল, চাইনিজ তাইপে, ভূটান ,মালদ্বীপ ও পাকিস্তান অংশগ্রহণ করছে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এআর/এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।