ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

জুনিয়র এএইচএফ কাপ

হংকংকে উড়িয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
হংকংকে উড়িয়ে শুরু বাংলাদেশের

ওমানে পুরুষ জুনিয়র এএইচএফ কাপে দাপুটে শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। হংকং অনূর্ধ্ব-২১ দলকে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দেয় তারা।

জোড়া গোল করেন মোহাম্মদ আলী।  

সুলতান কাবুস কমপ্লেক্সে রেফারি বাঁশি বাজার মাত্র দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। ফিল্ড গোল করে এগিয়ে দেন মোহাম্মদ আলী। ১৪ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ হাসান।  

দ্বিতীয় কোয়ার্টারেও দাপুট ধরে রাখে বাংলাদেশ। ২১ তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ৩-০ করেন আমিরুল ইসলাম। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে হংকংয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন মোহাম্মদ আলী।  

আগামীকাল একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এএইচএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।