ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টেবিল টেনিস ফেডারেশনের নতুন সভাপতি মেজবাহ উদ্দিন 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
টেবিল টেনিস ফেডারেশনের নতুন সভাপতি মেজবাহ উদ্দিন 

টেবিল টেনিস ফেডারেশননের সভাপতির পদ প্রায় তিন বছর শূন্য ছিল। অবশেষে সেই শূন্য পদ পুরণ হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সদ্য সাবেক সচিব মেজবাহ উদ্দিনকে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মনোনীত করা হয়েছে।  

৩১ ডিসেম্বর ক্রীড়া সচিব হিসেবে মেজবাহ উদ্দিনের শেষ কর্মদিবস ছিল। আজ (৩ জানুয়ারি) মঙ্গলবার থেকে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।  

এর আগে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ছিলেন আরেক সচিব হেদায়েতুল্লাহ মামুন। সাবেক এই অর্থ সচিব ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর থেকে সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।