ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

‘নওগাঁয় পর্যটন ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
‘নওগাঁয় পর্যটন ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অতিথিরা

ঢাকা: বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃহস্পতিবার (২ জানুয়ারি) নওগাঁয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  

‘নওগাঁয় পর্যটন ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক মোল্লা রহুল আমীন।

অনুষ্ঠান পরিচালনা করেছেন জাতীয় দৈনিক কালের কণ্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ফরিদুল করিম। মূল বক্তব্য উপস্থাপন করেন নওগাঁ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েশ উদ্দীন। স্বাগত বক্তব্য দেন বাচিক শিল্পি রিফাত হোসেন সবুজ।

আলোচনায় অংশগ্রহণ করেন কৃষি উদ্যোক্তা আতিকুর রহমান, সমাজ সেবক সুলতান সালেহ আহমেদ সুহাস, বিশিষ্ট শিক্ষক শোকরানা মো. নূরুল ইসলাম, তাকবির করিম তরফদার, আল আমীন, সবুজ হোসেন প্রমুখ।  

অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের নওগাঁ জেলা প্রতিনিধি বাবুল আক্তার ও বসুন্ধরা শুভসংঘের নওগাঁ জেলা কমিটির বন্ধুরা।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা নিজস্ব মতামত তুলে ধরেন। তারা বলেন, নওগাঁ একটি ইতিহাস ঐতিহ্যের জেলা। এ জেলায় আছে বিশ্ব ঐতিহ্যের পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর বিহার), জগদ্দল মহাবিহার, জাতীয় উদ্যান আলতাদীঘি-শালবন, কুসুম্বা মাসজিদ, দিবর দীঘি, জবই বিলসহ প্রায় ২৭টি দর্শনীয় স্থান। ওই স্থানগুলোকে যদি পর্যটনের সার্বিক সুবিধায় আনা যায় তবে স্থানগুলোয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে সেই সঙ্গে সরকারের রাজস্ব আসবে।  

তারা আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রকৃতিক দুর্যোগ, শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা তৈরি, সমাজ সেবাসহ বহুমুখী মানবিক কাজে দেশব্যাপী অনন্য ভূমিকা রাখছে। তারা বসুন্ধরা কর্তৃপক্ষকে নওগাঁবাসী তথা নওগাঁ জেলার অবহেলিত জনপদগুলোয় তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।