ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

তানোরে ১০০ অসহায় মানুষ পেলেন বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
তানোরে ১০০ অসহায় মানুষ পেলেন বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র তানোরে ১০০ অসহায় মানুষ পেলেন বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র

তানোর পৌর এলাকার হঠাৎপাড়া গ্রামের রূপজান বলছিলেন, ‘অনেক ঠাণ্ডা। কম্বলটি আমার খুব দরকার ছিল।

তোমরা আমাক দিলেন। আল্লাহ তোমাদের ভালো করবে। ’

গোল্লাপাড়া গ্রামের সুমতি দাসের বয়স ৬৫ বছরের মতো। তার স্বামী অনেক আগে মারা গেছেন। সন্তানদের বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ বয়সে একসময় ছেলের বাড়িতে ও একসময় মেয়ের বাড়িতে থাকেন তিনি।

অভাবের সংসারে টানাপড়েন চলে। অনেকজনকে বলেছেন, তাকে একটি কম্বল দেওয়ার জন্য, কিন্তু কেউ দেয়নি। তার কম্বল প্রয়োজন জানতে পেরে তাকে একটি কম্বল দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের তানোর উপজেলা কমিটির সদস্যরা।  

কম্বল পেয়ে সুমতি দাস বলেন, ‘কম্বলটি পেয়ে আমি অনেক উপকৃত হলাম। রাতে কম্বলটি গায়ে দিয়ে ঘুমাব। ’

রূপজান, সুমতি ছাড়াও মহিফুল, রেজিয়া, আতরজান, শহিদুল ইসলামসহ অনেকে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করে যেভাবে আমাদের কম্বল দিয়ে সহায়তা করল, আমরা তোমাদের অনেক দোয়া করছি। ’ 

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বসুন্ধরা শুভসংঘ রাজশাহীর তানোর উপজেলা শাখার উদ্যোগে এলাকার অসহায় ১০০ জনকে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণী অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের তানোর উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন তানোর থানার ওসি মিজান, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম, তানোর থানা মোড়ের ব্যবসায়ী শহিদুল ইসলাম নান্টু, বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কালের কণ্ঠ তানোর প্রতিনিধি টিপু সুলতান, বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম শাহ প্রমুখ। এ সময় বসুন্ধরা শুভসংঘের কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মিজানুর রহমান মিজান বলেন, ‘এলাকার অসহায় লোকজনের মধ্যে বসুন্ধরা শুভসংঘ কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির সঙ্গে আমরা একত্রিত হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করব। ’

তানোর থানার ওসি বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ যে কাজটি আজ করছে সে কাজ তানোরবাসীর জন্য উপকারী। শুভ কাজে সবার পাশে দাঁড়িয়েছেন তানোর উপজেলা বসুন্ধরা শুভসংঘের কমিটির সদস্যরা। ’

বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির সভাপতি দোলোয়ার হোসেন বলেন, ‘শুভ কাজে সবার পাশে স্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। আমি মনে করি তানোরের বিত্তবানরা যদি আমাদের সঙ্গে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের আরো সহজ হবে। আমরা ভালো কাজে সব সময় সঙ্গে থাকব। ’

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।