ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

শিক্ষা উপকরণ উপহার পেয়ে শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
শিক্ষা উপকরণ উপহার পেয়ে শিক্ষার্থীদের মুখে খুশির ঝিলিক মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের উপহার

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার গোলাপবাগ মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে মাদরাসাশিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ৩০ জন শিক্ষার্থীকে এ  শিক্ষা উপকরণ উপহার দেন তারা।

বসুন্ধরা শুভসংঘের এ সহায়তার মাদ্রাসার মুহতামিমসহ উপস্থিত সকলে প্রশংসা জানান।  

তারা বলেন, এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও উদ্দীপনা জাগানোর পাশাপাশি প্রয়োজন মেটাবে। পর্যাপ্ত শিক্ষা উপকরণের অভাবে অনেক শিক্ষার্থী পাঠ অনুশীলনে পিছিয়ে পড়ে। বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সত্যি অনন্য ও অসাধারণ। তাদের কাজ ও চিন্তাভাবনা সুদূরপ্রসারী। শুভসংঘের এমন শুভ উদ্যোগ অব্যাহত থাকুক।

দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী বলেন,  ‘হাজারো নেগেটিভ খবরের বিপরীতে শুভসংঘ নানাভাবে সমাজের পরিবর্তন আনার চেষ্টা করছে। শুভসংঘে কাজ করলে মানবতার দীক্ষা পাওয়া যায়। আমাদের ছোটবড় কাজগুলোই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে উদাহরণ হয়ে উঠবে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো গর্বের ও আনন্দের বিষয়। এমন কাজে শুভসংঘ সবসময় থাকবে। ’

শিক্ষা উপকরণ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, কার্যকরী সদস্য সুমন, তাহাসিন, সোহাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।