ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

সোনারগাঁয়ের সূচিশিল্পীকে বসুন্ধরা শুভসংঘের বিশেষ সম্মাননা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
সোনারগাঁয়ের সূচিশিল্পীকে বসুন্ধরা শুভসংঘের বিশেষ সম্মাননা

সোনারগাঁয়ের সূচিশিল্পী হোসনেয়ারাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ লোককারুশিল্প ফাউন্ডেশনের কনফারেন্স কক্ষে এ পদক প্রদান করা হয়।

বসুন্ধরা শুভসংঘের সোনারগাঁ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের জহিরুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি গাজী মোবারক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সমবায় মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, ফাউন্ডেশনের গাইড লেকচারার এ কে এম মুজ্জামিল হক, সোনারগাঁ কারুপল্লী ও কারুশিল্প দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সমাজকর্মী এহসানুল হাসনাইন, বাংলাদেশ প্রতিদিনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম এবং সাংবাদিক শরিফ হোসেন।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা শুভসংঘের সদস্য মোশারফ হোসেন, জহিরুল ইসলাম বাবু, সাজিদ শরিফ, তাজুল ইসলাম, শাহিন মোল্লা, ইলিয়াস, সেলিম, সুমন, পলাশ ও মাহবুব হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সূচিশিল্পে বিশেষ সম্মাননা পেয়ে কারুশিল্পী হোসনেয়ারা বসুন্ধরা শুভসংঘ, কালের কণ্ঠ এবং বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগের সমবায় অধিদপ্তরের প্রধান ও যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন বলেন, স্বীকৃতি যে কোনো কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ নারীদের স্বাবলম্বী হতে অনুপ্রাণিত করছে। তিনি শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, শুভ কাজে পাশে থেকে যেভাবে বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করছে, তা প্রশংসনীয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।